তারুণ্যের উৎসব উপলক্ষে রামগড়ে ডিসপ্লে প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ

জুলাই আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতি-পাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে রামগড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে প্রদর্শন ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

 

 

মঙ্গলবার ০৪ই ফেব্রুয়ারী সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী আইসিটি কমকর্তা রেহান উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ডিসপ্লে প্রদর্শন ও পুরষ্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মমতা আফরিন।

ডিসপ্লে প্রদর্শনীতে প্রাথমিক পর্যায়ে রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গর্জনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ম্যাধ্যমিক পর্যায়ে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়,খাগড়াবিল উচ্চ বিদ্যালয় সহ মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত আরা তুহিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, রামগড় সহকারী তথ্য কর্মকর্তা খন্দকার তৌহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দীন, উপজেলা মৎস কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দীন, সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দীন হারুন সহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।