Home খেলা ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।চট্টগ্রাম টেস্টে সফরকারীদের বিপক্ষে হারের পর ঢাকায় ঘুরে দাঁড়াতে চান লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শুরু  ম্যাচটি।

 

২০২০ সালের ফেব্রুয়ারির পর এখন পর্যন্ত ঘরের মাঠে কোনো টেস্টে জয়ের দেখা মেলেনি বাংলাদশের। জিম্বাবুয়ের বিপক্ষে শেরেবাংলাতেই পাওয়া সেই জয়ের পর ১৬টি টেস্ট খেলা বাংলাদেশের অর্জন কেবল দুটি জয়।

 

এর একটি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। আর অন্যটি মাউন্ট মঙ্গাইনুতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

দুটি ম্যাচ হয়েছে ড্র। বাকি ১২টিতেই সাকিব বাহিনীর রয়েছে পরাজয়ের তিক্ত স্বাদ।

 

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ রান করা ইয়াসির আলী রাব্বীর পরিবর্তে দুই টেস্ট পর দলে ফিরলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে বাজে পারফরম‌্যান্সের পর দ্বিতীয় টেস্টে তাকে বাদ দেয়া হয়েছিল।

এ ছাড়া চোটের কারণে নেই পেসার এবাদত হোসেন। তার জায়গায় ফিরেছেন আরেক পেসার তাসকিন আহমেদ।এদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। চট্টগ্রাম টেস্ট জয়ের অন্যতম নায়ক কুলদীপ ইয়াদভের পরিবর্তে নেয়া হয়েছে পেসার জয়দেব উনাদকাটকে।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতশ্বর পূজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ট, রবীচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ ইয়াদভ ও মোহাম্মদ সিরাজ

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি