ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণে সড়কে দু’টি দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের সিএনজি পাম্পের সামনে ইকোনো বাসের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া মুরাদনগরে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি আকন্দ চন্দ্র বিশ্বাস।

 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এসব মৃত্যু ঘটে।

 

কুমিল্লা সদর দক্ষিণের সিএনজি পাম্পের সামনে দুর্ঘটনায় নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৩৪) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (৩০)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টায় বেলতলী এলাকা থেকে অটোরিকশা যোগে উল্টো পথে পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে।

 

এদিকে আজ (বৃহস্পতিবার) ভোরে জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাদ বাজারে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারায়। এতে মো. তরব আলী (৪৫) নামে একজন প্রহরী নিহত হন ।

মুরাদনগর থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একজন মারা গেছে বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে সকাল থেকে আমাদের পুলিশ রয়েছে।