Free YouTube Subscribers
anb24.net
সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে

জেনারেল বাজওয়ার মেয়াদ বাড়িয়ে ভুল করেছিলাম : ইমরান খান

0 78

Get real time updates directly on you device, subscribe now.

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বৃদ্ধির ভুল সিদ্ধান্ত নিয়েছিল তাঁর সরকার। পাকিস্তানের বোল নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইমরান।

ইমরান খান বলেন, বাজওয়া ‘ডাবল গেম’ খেলেছেন। তিনি পরে তা বুঝতে পেরেছেন। বাজওয়া পিটিআই সদস্যদের কাছেও ভিন্ন বার্তা দিতেন। খবর সিয়াসাত ডেইলি ও জিও নিউজের।

ইমরান খান অবসরে যাওয়া সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাঁর সরকার বাজওয়ার মেয়াদ বাড়ানোর পরেই তাঁর অদ্ভুত আচরণ খেয়াল করতে থাকেন।

এক প্রশ্নের জবাবে ইমরান বলেন, বাজওয়া যা বলতেন, তিনি তা-ই বিশ্বাস করতেন। ইমরান বাজওয়াকে বলতেন, ‘আমরা দুজনই পাকিস্তানকে নিয়ে ভাবি এবং দেশকে রক্ষা করাই আমাদের উদ্দেশ্য।’ কিন্তু তিনি কীভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, তা জানতে পারেননি।

ইমরান খান আরও বলেন, গোয়েন্দা সংস্থার কাছ থেকে তিনি একটি খেলা সম্পর্কে প্রতিবেদন পেয়ে আসছিলেন। তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বিরোধী দলের ওই খেলা সম্পর্কে জানতে পেরেছিলেন। তবে ওই সময় বাজওয়ার মেয়াদ বাড়ানো তাঁর উচিত হয়নি। তবে পরিস্থিতি অনুযায়ী, তাঁর হাতে আর খুব বেশি পথ খোলা ছিল না।

ইমরান খান আরও বলেন, তিনি শক্তিশালী সেনাবাহিনী দেখতে চেয়েছিলেন। ওই সময় নতুন করে সেনাবাহিনীর গঠন করা হচ্ছিল। তাদের স্থিতিশীল হতে কিছুটা সময় দিতে চেয়েছিলেন তিনি। ইমরান অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিভাজন তৈরি করেছিলেন বাজওয়া। তিনি এক দলকে পিটিআইকে সমর্থন করতে ও অন্য দলকে পিএমএল-এনকে সমর্থন করতে বলেন। তিনি এভাবে দুপক্ষেই খেলা চালিয়ে যান।

 

এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.