Home আন্তর্জাতিক জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্যপদ পেল বাংলাদেশ

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্যপদ পেল বাংলাদেশ

আগামী তিন বছরের (২০২৩-২৫) জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে এই ভোট অনুষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

এ নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ চারটি আসনে বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করে আফগানিস্তান, কিরগিজস্তান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও মালদ্বীপ।

সম্প্রতি নানা ইস্যুতে বাংলাদেশে মানবাধিকার নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দফতর, বেসরকারি সংস্থাসহ (এনজিও) বিভিন্ন মহল থেকে নানা ধরনের সমালোচনা করা হয়েছে। একই সময়ে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত গুমের তালিকার সঠিকতা নিয়েও পাল্টা প্রশ্ন দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সদস্য পদে বিপুল ভোটে বাংলাদেশের জয়ী হওয়াকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

 

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি