জনগণের প্রতিরোধের কাছেই সরকার পরাজিত হবে,আনোয়ার হোসেন খোকন

মালদ্বীপ বিএনপির ভার্চুয়ালি কর্মী সমাবেশে অনুষ্ঠিত

 

 

মালদ্বীপ বিএনপির ভার্চুয়ালি কর্মী সমাবেশে ও প্রতিবাদ সভা  ২০ অক্টোবর  রাতে মালদ্বীপের রাজধানী মালে অনুষ্ঠিত হয়েছে।

 

 মালদ্বীপ বিএনপির  সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে  ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার হোসেন খোকন বলেন আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ অবৈধ ও ফ্যাসিস্ট , এদের কাছে গণতন্ত্র একেবারেই নিরাপদ নয়, দেশ ও রাষ্ট্র নিরাপদ নয় সবচেয়ে বড় কথা হচ্ছে এ দেশে রাজনীতি ও গণতান্ত্রিক অবস্থা এমন জায়গায় গিয়েছে, বিরোধী দলের নেতাকর্মীরা যদি ঘরের মধ্যে সভাও করে, সেখানেও তাদের আক্রমণের স্বীকার হতে হয়।’ তারা আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়। আমরা মনে করি, এবার জনগণ রুখে দেবে, রুখে দিতে শুরু করেছে। জনগণের প্রতিরোধের কাছেই সরকার পরাজিত হবে।

  আরও পড়ুন: ,,,জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনঃআলীম

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে খলিলুর রহমান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী প্রবাসে এবং দেশের তৃণমূলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আরো বলেন, এই সরকারের কাছে দেশ নিরাপদ নয়। এখন বাংলাদেশের মানুষের দাবি  একটি নিরপেক্ষ নির্বাচন ।

 
সংগঠনটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায়  ভার্চুয়ালি বৈঠকে বক্তব্য ও পরিচয় পর্বে  ভার্চুয়ালি যোগ দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো. মেহের মিয়া রানা, সহ সভাপতি মো. হোসেন সুমন, মো. শাহ আলম, মো. আলতাব হোসেন, মোহাম্মদ আলমগীর মজুমদার, মোহাম্মদ হাফিজুর রহমান, মো. বিল্লাল হোসেন, আলতাফ হোসেন, এরশাদ মোল্লা, আলমগীর মজুমদার, বিল্লাল হোসেন, আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, শফিকুল ইসলাম, এনামুল হোক, সহ সাংগঠনিক মনির হোসেন, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজি, মো. হালিম ভু্ঁঞা, খাইরুল আমিন প্রধান, মো. জয়নাল আবেদীন, মো. আলি, পিয়াস হাসান, আব্দুল কাদের, আবুল কালাম, ক্রীড়া সম্পাদক মো. মামুন, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, মো. নুর নবী মানিক, মো. মহিউদ্দিন প্রমুখ।
 

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।