Home কুমিল্লা খবর চৌদ্দগ্রামে ২০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চৌদ্দগ্রামে ২০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা)।

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন বীরচন্দ্রনগরের মৃত ফটিক মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে চৌদ্দগ্রাম থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের সাঈদ মিয়ার চা দোকানের সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ আব্দুল মান্নানকে আটক করে।

 

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুল মান্নান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

 

এএনবি২৪ ডট নেট /মাহামুদুল

 

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি