Home কুমিল্লা খবর চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তা-জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তা-জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (১৪ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হাসান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, আলহাজ¦ খলিলুর রহমান, মাহফুজ আলম, প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, মোস্তফা কামাল, এ কে খোকন, মাঈন উদ্দিন ভূঁইয়া, ফখরুল আলম ফরহাদ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি