Home কুমিল্লা খবর চৌদ্দগ্রামে মাদকসহ ইউপি সদস্য আটক

চৌদ্দগ্রামে মাদকসহ ইউপি সদস্য আটক

 চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ আরিফুর রহমান খোকন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃত আরিফ উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার ও একই ইউনিয়নের গাংরা গ্রামের আবদুল মালেকের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনের সামনে একটি মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে চটের বস্তার ভেতর সংরক্ষিত থাকা ৮৭ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশী মদ ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিসহ খোকন ও রাসেল নামে দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকালে ফেনী মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

রোববার দুপুরে র‌্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের ডিএডি কফিল উদ্দিন তথ্যটি নিশ্চিত করে জানান, ‘র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুর রহমান খোকন ও তার সহযোগী মো: রাসেল দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ফেনী ও চট্টগ্রামসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয়ের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি