Home কুমিল্লা খবর চৌদ্দগ্রামে মর্মান্তিক-সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

চৌদ্দগ্রামে মর্মান্তিক-সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার (২১ ডিসেম্বর) সকালে কাভার্ডভ্যানের ধাক্কায় মো: জহিরুল ইসলাম জহির (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত জহির নোয়াবাজার বেকারীর মালিক ও উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দী পূর্বপাড়ার হাজী জয়নাল আবেদীনের বড় ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার বা’দ জোহর নোয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাযা এবং বা’দ আসর নিহতের নিজবাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘বুধবার সকাল আনুমানিক সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষমান জহির নামে এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

 

সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে’।

 

এএনবি২৪ ডট নেট /রাব্বি।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি