চৌদ্দগ্রামে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ নভেম্বর) চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ইয়াছিন পাটোয়ারী।

 

পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর-রশিদ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক এয়াকুব আলী, গাজী শহিদুর রহমান, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মীর আহম্মেদ মজুমদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদল নেতা মো. হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. খোরশেদ আলম, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ মজুমদার, সৌদিআরবের আল তায়েফস্থ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কাজী নুরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. শাহ আলম।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য জাফর ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বদিউল আলম নোমান খাঁ, পৌর কৃষক দলের সদস্য সচিব ইউসুফ চৌধুরী, পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি নেতা নাজমুল হক খোকন, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা কাজী শামসুল হক, উপজেলা ছাত্রদল নেতা অর্ণব মজুমদারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দল, কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।