চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চলমান বিভিন্ন কর্মসূচীতে গুলি বর্ষণ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য তাবিত আউয়ালের উপর হামলা, যুবদল নেতা শাওন, স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রহিম, ছাত্রদল নেতা নূরে আলমকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যা ও আ’লীগের নৃশংস হামলার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের পাশে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুন, যুবদল নেতা শাহনেওয়াজ মজুমদার, মো: হাসান, বিএনপি নেতা দুলাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা যুবদল নেতা কামরুল হাসান, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী রকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, চিওড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাছুম, উপজেলা যুবদল নেতা ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, পৌর ছাত্রদলের আহবায়ক অনিক প্রমুখ।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎসজীবিদল, শ্রমিকদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএনবি২৪ ডট নেট /মুহা. ফখরুদ্দীন ইমন