Home কুমিল্লা খবর চৌদ্দগ্রামে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে খেলার ছলে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে আদিবা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আদিবা উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাজীগ্রামের ডাক্তার বাড়ীর সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মাইন উদ্দীনের ছোট মেয়ে। রোববার বা’দ মাগরিব মরহুমার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

জানা গেছে, রোববার (৬ নভেম্বর) দুপুরে বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলছিলো আদিবা। খেলার ছলে পুকুর পাড়ে গেলে এক পর্যায়ে সে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়৷ পরে আদিবাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশু আদিবার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

 

আরও পড়ুন ঃচৌদ্দগ্রামে মাদকসহ ইউপি সদস্য আটক

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি