সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজে মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ আরিফুল ইসলাম লতিফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) শাহিনুর ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, সহকারী অধ্যাপক সাংবাদিক মীর শাহ আলম, কামাল উদ্দিন, এ বি এম কামরুজ্জামান, প্রভাষক ফাহাদুল ইসলাম প্রমুখ।