Home জাতীয় ঘন কুয়াশার ছেয়ে গেছে আকাশ ঢাকার ৭ ফ্লাইট গেল কলকাতা

ঘন কুয়াশার ছেয়ে গেছে আকাশ ঢাকার ৭ ফ্লাইট গেল কলকাতা

অনলাইন ডেস্ক।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ঘন কুয়াশার কারনে, ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাতটি ফ্লাইট।

জানা গেছে, বিভিন্ন দেশ থেকে মোট সাতটি আন্তর্জাতিক বিমান রবিবার (৮ নভেম্বর) সকালে ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে এই সাতটি বিমানকেই ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

 

 

এগুলো হলো- জাজিরা এয়ারওয়েজ বিমান জে-৯৫৩১, বিমান বাংলাদেশ বিজি-৩৫০, কুয়েত এয়ারওয়েজ বিমান, এয়ার আরবিয়া বিমান, ইউএস বাংলা, গালফ এয়ার ফ্লাইট, সালাম এয়ার বিমান।

কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, যাত্রীরা সকলে নিরাপদে আছেন। আবহাওয়ার উন্নতি হলেই ফের কলকাতা থেকে ওই সাতটি বিমানই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

 

এএনবি২৪ ডট নেট / রাব্বি

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি