Home প্রবাস গুরুতর অসুস্থ বাংলাদেশি নাগরিক জাকির হোসেনকে দেশে ফিরে যাওয়ার জন্য টিকেট হস্তান্তর

গুরুতর অসুস্থ বাংলাদেশি নাগরিক জাকির হোসেনকে দেশে ফিরে যাওয়ার জন্য টিকেট হস্তান্তর

রবিউল আলম মালদ্বীপ থেকে ঃঃ

 

 

গুরুতর অসুস্থ বাংলাদেশি নাগরিক মালদ্বীপ প্রবাসী জাকির হোসেন কে উন্নত চিকিৎসা ও দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি বিমান টিকেট হস্তান্তর করেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

 

(রবিবার) ১৬ অক্টোবর হাইকমিশন অফিসে এই টিকেট হস্তান্তর করেন এই সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মোঃ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য হাইকমিশন অফিস সূত্রে জানা যায় জাকির হোসেন একটি মাছের নৌকায় কাজ করতেন। মাছ ধরার সময় বরশিতে চোখে গুরুতর আঘাত পান এবং পরবর্তীতে সেখানে ইনফেকশন হয়। বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

মালদ্বীপসহ সব প্রবাসের খবর জানতে, এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো

আগামী ১৮ অক্টোবর তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

দেশ-বিদেশের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এএনবি২৪ ডট নেট’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি