Home আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ইইউ’র বিশেষ প্রতিনিধির উদ্বেগ প্রকাশ

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ইইউ’র বিশেষ প্রতিনিধির উদ্বেগ প্রকাশ

নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর তিনি গণমাধ্যমের কাছে তার উদ্বেগের কথা জানান।

নির্বাচনী পরিবেশ নিয়ে ইইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সদ্য শেষ হওয়া সফর সম্পর্কে ইমোন গিলমোর বলেন, শিগগিরই প্রতিবেদন দেবে তারা।

অন্যদিকে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন কোনোভাবেই প্রত্যাশিত নয়, এসব কারণে ভাবমূর্তি নষ্ট হয়। নির্বাহী বিভাগকে আরও কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি