পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পার্বত্য অঞ্চল বাত্তাগ্রামে ক্যাবল কারে আটকে পড়া আটজনকে উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২২শে আগস্ট) সকালে ক্যাবল কার আটকে যাওয়ার এ ঘটনা ঘটে। স্কুলে যাওয়ার সময় যান্ত্রিক ত্র“টির কারণে ছয় শিশু ক্যাবল কারটিতে আটকে যায়। তাদের সঙ্গে ছিল আরও দুজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি।
এরপর সকাল থেকেই শুরু হয় অভিযান। এতে হেলিকপ্টারসহ অংশ নেয় দেশটির সেনাবাহিনীর কমান্ডোরা। তারা সবাই মাটি থেকে প্রায় ৯০০ ফুট উপরে আটকে ছিল। ১৫ ঘণ্টারও বেশি সময় পর তাদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পাকিস্তানের জরুরি বিভাগের কর্মকর্তা বিলাল ফিয়াজি সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে। প্রাপ্ত বয়স্ক দুজনকে সবার শেষে উদ্ধার করা হয়েছে।’