মালদ্বীপে নতুনকরে কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫ বছরের শিশু

প্রতীকী ;ফাইল ছবি

মালদ্বীপে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বছরের কম বয়সী এক শিশু

(রবিবার ২৬ নভেম্বর) মালদ্বীপের রাজধানীতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) পাঁচ বছরের কম বয়সী এক শিশু কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল

ডাঃফয়সাল বলেন শিশুটিকে গত রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো এবং তার অবস্থা স্থিতিশীল। তিনি এই রোগের বিস্তার রোধে জনসাধারণকে পূর্বে পরামর্শ দেওয়া সুরক্ষা সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ডাঃ ফয়সাল বলেন, শিশুটি বিদেশ ভ্রমণকারী এক ব্যক্তির কাছ থেকে এই রোগে আক্রান্ত হয়েছে।

কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা সতর্কতা হিসাবে টিকাদান, সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং ঘন ঘন হাত ধোয়া বা স্যানিটাইজ করার পরামর্শ দেন স্বাস্থ্য পেশাদাররা।বিশ্বজুড়ে ৬০ লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেও মালদ্বীপে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ২১৬ জন।