Home আন্তর্জাতিক কেবলকারে ৬ শিশুসহ আটকে আছে ৮ জন

কেবলকারে ৬ শিশুসহ আটকে আছে ৮ জন

পাকিস্তানে একটি কেবলকারের মধ্যে আটকা পড়েছে আট যাত্রী। স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানের খাইবারপাখতুনখোয়ার বাটারগ্রাম এলাকার গভীর উপত্যকায় তারা আটকা পড়ে। তাদের মধ্যে ছয় শিশুও আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শিশুরা স্কুলে যাওয়ার জন্য উপত্যকা অতিক্রম করতে ওই কেবলকারে উঠেছিল।এর পরই পাকিস্তানের দুর্গম পাহাড়ি অঞ্চলে যাত্রার মাঝপথে এক হাজার ২০০ ফুট (প্রায় ৩৬৫ মিটার) উচ্চতায় কেবলকারটি আটকে যায়। 

কেবলকার যে মোটা দড়ির মাধ্যমে চলে, সেই দড়ি ছিঁড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা আব্দুল বাসিত খান সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘চেয়ারলিফটটি (কেবলকার) বর্তমানে একটি দড়িতে ঝুলন্ত অবস্থায় আছে। চেয়ারলিফ্টের মধ্যে প্রাথমিকভাবে স্কুলছাত্র মিলে মোট আট যাত্রী রয়েছে বলে জানা গেছে।’ 

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ছয় শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক কমপক্ষে ৯০০ ফুট উচ্চতায় ওই কারের ভেতর আছে এবং পাকিস্তান সেনাবাহিনীকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালাতে বলা হয়েছে। খাইবারপাখতুনখোয়া (কেপি) প্রাদেশিক কর্মকর্তা সৈয়দ হাম্মাদ হায়দার বলেছেন, কেবলকারটি মাটি থেকে প্রায় এক হাজার ২০০ ফুট ওপরে ঝুলছে।

তিনি বলেন, ‘আমরা কেপি সরকারকে একটি হেলিকপ্টার দেওয়ার জন্য অনুরোধ করেছি। কারণ হেলিকপ্টারের সাহায্য ছাড়া উদ্ধার অভিযান সম্ভব নয়।’

সূত্র : আল-অ্যারাবিয়া
 

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি