Home কুমিল্লা খবর কুমিল্লা সেনানিবাস এলাকায় লরির চাপায় গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লা সেনানিবাস এলাকায় লরির চাপায় গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

 
বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার সেনানিবাস এলাকায় অজ্ঞাত লরির চাপায় ইভা (২০) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় স্বামী রবিউল আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিশ্চিন্তপুর পূবালী ব্যাংক এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইভা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মেয়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্ত্রীকে পিছনে বসিয়ে রবিউল মোটরসাইকেল দিয়ে উল্টোপথে কুমিল্লা থেকে সেনানিবাস এলাকায় যাচ্ছিলেন। এসময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গৃহবধু ইভা আক্তারের মৃত্যু হয়।

 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, উল্টোপথে আসা একটি মোটরসাইকেল দূর্ঘটনায় কবলিত হয়। দূর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটিকে চাপা দেয়া গাড়ীটিকে সনাক্তের চেষ্টা চলছে।

 

এএনবি২৪.ডটনেট /জাহাঙ্গীর আলম জাবির,

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি