কুমিল্লা প্রতিনিধি মোঃ শাহজাহান বাশার।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে গাছের সঙ্গে বেধে সাজ্জাত নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহত সাজ্জাত হোসেন (১৭) জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার চান্দলা গ্রামের সাত্তার খন্দকারের ছেলে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা পশ্চিম পাড়া গ্রামের আবদুস সাত্তার খন্দকার এর সাথে পাশাপাশি বাড়ির সরাফত আলী গং দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে গত ২২ আগস্ট দুপুরে সাজ্জাত খন্দকার ও তার বন্ধু সাগরকে ডেকে নিয়ে গাছের সাথে বেধে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্ত্যবরত চিকিৎসক সাজ্জাতের অবস্থা অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। সেখানে ছয় দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৯ আগষ্ট বিকেলে সাজ্জাত মারা যায়। নিহত সাজ্জাতের বন্ধু সাগর এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ জানান , পারিবারিক কলহের জেরে সাজ্জাতকে পিটিয়ে আহত করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।