Home কুমিল্লা খবর কুমিল্লা দেবিদ্বারে ২ মাস ১৮ দিনে কোরআন মুখস্থ করলো ৪ কিশোর

কুমিল্লা দেবিদ্বারে ২ মাস ১৮ দিনে কোরআন মুখস্থ করলো ৪ কিশোর

(কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারে মাত্র ৭৮ দিনে পবিত্র কোরআন মুখস্ত করে আলোড়ন সৃষ্টি করেছে জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার চার শিক্ষার্থী। ওই মাদ্রাসার শিক্ষক হাফেজা মাকসুদা আক্তারের তত্বাবধানে কোরআন মুখস্ত করে ২ মাস ১৮ দিনে।

 

চার শিক্ষার্থী হল জেলার দেবিদ্বার উপজেলা পৌর ফাতেহাবাদ গ্রামের আবু তাহেরের কন্যা হালিমা আক্তার (১২),হেতিমপুর গ্রামের লিটন মিয়ার কন্যা ইফরাত আক্তার (৯),জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের ইদন মিয়ার কন্যা শিশু ইসরাত জাহান স্বর্ণা (৯) ও জাহাঙ্গীর আলম এর কন্যা সাদিয়া আক্তার (১১)।

 

মাদ্রাসার সূত্রে জান যায় বুধবার শিশুদের কোরআন মুখস্থ শেষ হয়। এ বছরের ২ অক্টোবর তারা কোরআন শেখা শুরু করে এবং ৭৮ দিনে কোরআন মুখস্থ করে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুফতী আবু বকর আল মাদানী বলেন, দুই বছর আগে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করি। দেড় বছর আগে চার শিক্ষার্থী আমার মাদ্রাসায় ভর্তি হয়। আমাদের ৫ জন শিক্ষক ও ৫ জন শিক্ষিকার শ্রমের সুফল তারা।

 

আর কোরআনে হাফেজদের মর্যাদা সম্পর্কে রাসূল (সাঃ) ইরশাদ করেন,যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং একে হিফয করবে এবং এর যাবতীয় হালাল বিষয়গুলোকে হালাল ও হারাম বিষয়সমূহকে হারাম মনে করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন।শুধু তাই নয়,তার পরিবারস্থ এমন দশ ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ মকবুল হবে যারা দোযখে যাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিল।(তিরমিযী শরীফ-২ঃ১১৪)

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি