Home কুমিল্লা খবর কুমিল্লায় নাঙ্গলকোটে গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

কুমিল্লায় নাঙ্গলকোটে গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

কুমিল্লায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে গাছচাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে বাবা, মা ও মেয়ে। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথী আক্তার ও লিজা আক্তার।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হেসাখাল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল বাহার। তিনি জানান, ঘরের চালে আম গাছ পড়ে নিজাম উদ্দিনের পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু আবহাওয়া প্রতিকূলে থাকায় এখনো ঘটনাস্থলে যেতে পারিনি।

 

 

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় একটি গাছ নিজামের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নেজাম ও তার স্ত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশু নুসরাতকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি