বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিয়ারক্যান সহ কুমিল্লা সীমান্তে ভারতীয় ২ নাগরিক আটক

কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

 

এ সময় তার কাছ থেকে চারটি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।

 

আটককৃত ভারতীয় তরুণরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানা শুভাপুর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং একই গ্রামের প্রয়াত আয়ুব আলীর ছেলে মো.দেলোয়ার হোসেন (১৮)।

রোববার দুপুরে ১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধীনস্থ কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় বিজিবি টহল দল সীমান্ত পিলার ২০৮৪/৭-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান হতে চারটি বিয়ার ক্যানসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী ওই দুই ভারতীয় নাগরিককে আটক করে।আটককৃত ভারতীয় নাগরিকদেরকে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি।

 

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বিজিবির মামলা দায়ের শেষে ভারতীয় ওই দুই নাগরিককে রোববার কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।