Home খোলা কলাম কষ্টের জীবন, জাবির

কষ্টের জীবন, জাবির

কষ্টের জীবন

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

 

কষ্ট আমার চলায়,কষ্ট আমার কথা বলায়

কষ্ট আমার বুক পাঁজরে জড়িয়ে ধরে গলায়।

না পাওয়ারই কষ্ট আমার বুক-টা করে ক্ষত

বিয়োগ ব্যথার দাবানলে পুড়ছি কাঠের মতো।

ঘরের কষ্ট, জমির কষ্ট  ,ভীষণ কাঁদায় আমায়

অহরহ কষ্ট আসে বাঁধ মানে না বাঁধায়।

চোখের কষ্ট, শোকের কষ্ট, কষ্ট ভুবন জুড়ে

কষ্ট আমার , ভীষণ কষ্ট হৃদয় জুড়ে শুধু।

কষ্ট আমার লেখাজোগায়, কষ্ট আমার চারপাশ

দিবানিশি কষ্ট আমায় করছে শুধু কাবু !

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি