Free YouTube Subscribers
anb24.net
সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে

এদেশের পুরুষদের ক্ষমতা নাই,বাঁ’ধ’নকে নেওয়ার

0 174

Get real time updates directly on you device, subscribe now.

নিউজ ডেস্কঃ চলতি বছর যেসব অ’ভিনয়শিল্পী তাদের কাজের মাধ্যমে তুমুল সাড়া ফেলেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম।

 

 

সেখানে এই অ’ভিনয়শিল্পীদের উল্লেখ করা হয়েছে ‘গেম চেঞ্জিং’ তারকা হিসেবে। যেখানে স্থান পেয়েছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা; বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা’। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের অ’ভিনেত্রী আজমেরি হক বাঁধনও।

 

 

রেহানা মর’িয়ম নূর’ দিয়ে আলোচনায় আসেন এই অ’ভিনেত্রী। এদিকে কয়েকদিন আগেই অ’ভিনেত্রীকে প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে। সেসময় বাঁধন বলেন, আমা’র দায়িত্ব নেওয়ার ক্ষমতা এদেশের পু’রুষের নাই। তার এমন মন্তব্যেকে ঘিরে ইতি এবং নেতিবাচক সমালোচনা হয়েছে।

 

 

ওই মন্তব্য নিয়েই সম্প্রতি দেশিয় গণমাধ্যমকে বাঁধন বলেন, মন্তব্যটি জেনে বুঝেই করেছি। পু’রুষ শব্দটা আমি ব্যবহার করেছি পু’রুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পু’রুষদের জন্য। এখন পু’রুষতান্ত্রিক সমাজে বেড়ে উঠা পু’রুষরা যদি আমা’র ওই কথায় ব্যক্তিগতভাবে আঘা’তপ্রা’প্ত হন বা আ’হত হন সেখানে আমা’র কিছুই করার নেই। তাদের পক্ষে আসলেই আমাকে নেওয়া সম্ভব না।

বাঁধনের মন্তব্য, পু’রুষতান্ত্রিক সমাজে পু’রুষের আঘা’তে আঘা’তে শক্ত হয়েছেন তিনি। হয়ে উঠেছেন প্রতিবাদী। তবে তার জীবন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক পু’রুষেরও অবদান রয়েছে বলে নির্দ্বিধায় স্বীকার করেন তিনি।২০১০ সালে পূর্ব পরিচিত মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেন অ’ভিনেত্রী বাঁধন। সেই বছরই জন্ম নেয় তাদের একমাত্র সন্তান মিশেল আমানী সায়রা। বিয়ের ৪ বছরের মাথায় আলাদা হয়ে যান তারা।

২০১৪ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। দীর্ঘদিন পর ২০১৭ সালে সেই খবর জানাজানি হয়। বিচ্ছেদের পর একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে থাকতে শুরু করেন বাঁধন। সব প্রতিকূলতা সামাল দিয়ে লড়াকু হয়ে ওঠেন। নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে আজকের এই অবস্থানে আসেন বাঁধন।

 

এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.