Home আন্তর্জাতিক এই মৃত পাতার ছদ্মবেশে প্রজাপতির একটি চমকপ্রদ রহস্য রয়েছে

এই মৃত পাতার ছদ্মবেশে প্রজাপতির একটি চমকপ্রদ রহস্য রয়েছে

“যা দেখছো তা তা না, সব দেখাই জানা না” জনপ্রিয় এই বাংলা গানের লাইনের মতোই যেন চোখকে ধূলো দিলো এক প্রজাপতি। মাটিতে যখন এটি বসেছিল, তখন প্রজাপতিটিকে দেখে মনে হচ্ছিল যেন একটি ঝরে যাওয়া মরা পাতা। কিন্তু চোখের পলকেই সেটি রূপ বদলে এলো নিজের বেশে। আর তাতেই ভাঙলো ভ্রম। ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪  ইউটিউব চ্যানেল।

 

 

এমনই এক প্রজাপতির ছবি ও ভিডিওর লিংকসহ প্রতিবেদন করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, প্রায় হারিয়ে যাওয়া এই প্রজাপতির প্রজাতির নাম “কালিমা ইনাচুস”।

প্রজাপতিটির একটি ভিডিও শেয়ার করা হয়েছে একটি টুইটার অ্যাকাউন্টে। ক্যাপশনে লেখা হয়েছে, “কালিমা ইনাচুস প্রজাপতির অবিশ্বাস্য ছদ্মবেশ”।

প্রতিবেদনে বলা হয়, প্রজাপতির এই প্রজাতিটি দেখতে এমন যে এটি যখন ডানা বন্ধ রাখে, তখন এটি দেখতে হয় শরতের শুকনো পাতার মতো। কিন্তু ডানা মেলে দিলেই এটির উজ্জ্বল রঙ প্রকাশ পায়। নীলাভ রঙে দারুণ মোহনীয় হয়ে ওঠে এই প্রজাপতি।সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ।

 

শেয়ার করার পর থেকে ভিডিওটি দেখেছেন ১.১২ কোটি মানুষ। এছাড়া রিটুইট হয়েছে ২০,০০০ বার।সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে বাহারি মন্তব্য করেছেন অনেকেই।

এক ব্যক্তি লিখেছেন, এটি দেখতে ভীষণ সুন্দর। দেখে যেন চোখ জুড়িয়ে গেল।

আরেকজন লিখেছেন, কল্পনা করুন, মেঝেতে মরা পাতা পড়ে আছে। তারপর হঠাৎ সেটির রঙ বদলে আপনার চোখ জুড়িয়ে দিলো।

ভারত ও জাপানে কালিমা ইনাচুস নামের এই প্রজাপতির দেখা মেলে।

ন্যাশনাল জিওগ্রাফিক বলছে, এই প্রজাপতিগুলি তাদের ডানা ভাঁজ করে চারপাশের সাথে মিশে গিয়ে ছদ্মবেশ ধারণ করে। মূলত নিজেকে বাঁচাতে তারা এটি করে থাকে।

 

এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি