Home আন্তর্জাতিক ইসরায়েলের সামরিক অভিযানে প্যালেস্টাইন শিবিরে নিহত অন্তত ৯ জন

ইসরায়েলের সামরিক অভিযানে প্যালেস্টাইন শিবিরে নিহত অন্তত ৯ জন

প্যালেস্টাইনের পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার রাতে জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১০০ জন সদস্য নিয়ে সামরিক অভিযান চালায় ইসরায়েল। গতকাল রাত থেকেই প্যালেস্টাইনে ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী

[bs-white-space]

এরমধ্যেই জেনিনের আশপাশের রাস্তায় জেনিন ব্রিগেড ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তাদের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর বন্দুকযুদ্ধ চলছে। শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ বলেছেন, ইসরায়েল জেনিন শরণার্থী শিবিরটি ধ্বংস করে সেখানকার বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করছে।

[bs-white-space]

জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১৪ হাজার প্যালেস্টাইন নাগরিকের বসবাস। ইসরায়েলি সামরিক বাহিনী শিবিরের ৭ নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করে বলেছে, তারা জেনিনের সন্ত্রাসী অবকাঠামোর ওপর আঘাত হানছে।

দেশটির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

[bs-white-space]

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি