ইউক্রেনে-রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

[better-ads]

যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বুধবার সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।

সিএনএনের ক্রিস্টিন আমানপোরের সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ রাষ্ট্রদূত।

এদিকে এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বলেছেন, তিনি বিশ্বাস করেন না পুতিন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন।

 

তবে রুশ প্রেসিডেন্ট একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যদি রাশিয়া কোণঠাসা হয়ে যায় তাহলে নিজ দেশকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন তিনি। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনারা সাফল্য পাওয়ার পর রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা বেড়ে গেছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মনে করেন না পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন।

তিনি বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না।

সূত্র: দ্য গার্ডিয়ান

এএনবি২৪ ডট নেট’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন: ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনী এলিট ফোর্স!

এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো