আর্জেন্টিনার জয়ে মরুর দেশের আনন্দ নীলপানির দেশ মালদ্বীপে ছড়িয়ে পড়েছে By এএনবি২৪ ডট নেট নিউজ ডেস্ক। - 30/11/2022 Share FacebookTwitterWhatsAppPrintTelegram আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশী অভিবাসীরা। বিশ্বকাপ ফুটবল খেলার আনন্দ উচ্ছ্বাসে সারাবিশ্ব। সেই আনন্দে অংশ নিয়েছে মালদ্বীপেও। বিভিন্ন দলের সমর্থকদের উৎসবের আমেজ বিরাজ করছে সর্বত্র। আনন্দ উচ্ছ্বাস থেকে বাদ যায়নি মালদ্বীপে আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশী অভিবাসীরা।