Free YouTube Subscribers
anb24.net
সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে

আম্মানে একটি চারতলা আবাসিক ভবন ধসে পাঁচজন নিহত হয়েছে

0 110

Get real time updates directly on you device, subscribe now.

জর্ডানের রাজধানী আম্মানে একটি চারতলা আবাসিক ভবন ধসে পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৪ জন। এখনও অনেকেই সেখানে আটকা পড়েছে।

 

দেশটির নিরাপত্তা মুখপাত্র আমের আল-সারতাউই মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, শহরের জাবাল আল-ওয়েইবদেহ জেলায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ১৪ জন।

এ বিষয়ে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক নিরাপত্তা কমান্ড এবং জেন্ডারমেরির (মিলিটারি পুলিশিং বাহিনী) সদস্যরা উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

সিভিল ডিফেন্স সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, ধসে পড়া ভবনে অনেক লোক আটকে পড়ে আছে

এদিকে জর্ডানের প্রধানমন্ত্রী বিশার আল-খাসাওনেহ স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও তথ্য মন্ত্রীদের সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন।

সরকারি মুখপাত্র ফয়সাল আল-শাবুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সরকার আম্মানের মেয়র ও অন্যান্য কর্মকর্তাদের খাসাওনেহতে ভবন ধসের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

 

আরও পড়ুন:আগামীকাল থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা।

 

জর্ডানের উপ-প্রধানমন্ত্রী তৌফিক ক্রিশান জানান, ভবনটি পুরানো এবং জরাজীর্ণ ছিল। ভবন ধসের অন্যতম কারণ এটি।

বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

 

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.