Home আন্তর্জাতিক মালে ক্যাফেতে অগ্নিকাণ্ডের ক্ষতি পরিমাণ জানা যায়নি

মালে ক্যাফেতে অগ্নিকাণ্ডের ক্ষতি পরিমাণ জানা যায়নি

 

মালদ্বীপের রাজধানী মালে’শহরের  মাফান্নু জেলায় অবস্থিত ইভিং ক্যাফেতে আগুন লাগে।যার ফলে রেস্তোরাঁটির ব্যাপক ক্ষতি হয়। ১৯৮৯ সালে এই ক্যাফে টি চালু করা হয়েছে যা মালদ্বীপের প্রথম ভারতীয় খাবার রেস্তোরাঁগুলির মধ্যে একটি।

বুধবার ১১ জানুয়ারী সন্ধ্যায় ছয়টা ১২ মিনিটে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) কে এই আগুনের খবর জানানো হয়।

 

সাথে সাথে ওই এলাকার , আশেপাশের বাসা বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।প্রায় এক ঘন্টার ও বেশি সময় ধরে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

(এমএনডিএফ ) স্থানীয় গণমাধ্যমকে বলেছে যে ভবনটির ক্ষয়ক্ষতির পরিমাণ  তদন্তের পরই জানা যাবে।  আগুন লাগার কারণও খতিয়ে দেখছেন তারা।

 

উল্লেখ,সোমবার মালে শহরের একটি  নিলান বাজার – (নীলন ফিহারায়) সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বাসস্থানে  যেখানে ২০০ জনেরও বেশি অভিবাসী শ্রমিক ছিল।

 

 

এএনবি২৪ ডট নেট /এম এইচ কে।

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি