Home আন্তর্জাতিক আট সপ্তাহ পর কথা বলতে শুরু করেছেন সেই সাহসী মা

আট সপ্তাহ পর কথা বলতে শুরু করেছেন সেই সাহসী মা

চলন্ত গাড়ির ধাক্কা থেকে নিজের ১১ মাস বয়সী কন্যা শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পরেন তিনি। মেয়েকে অক্ষত রাখতে পারলেও মাথায় গুরুত্বর আঘাত পান ৩৪ বছর বয়সী বেকি শার্প।কমপক্ষে দুমাস সংজ্ঞাহীন থাকার পর ধীরে ধীরে কথা বলতে শুরু করেছেন এ সাহসী মা। দ্রুত উড়োজাহাজে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই থেকে পুরোপুরি কোমায় চলে যান তিনি। এ অবস্থায় তিনি আট সপ্তাহ ছিলেন। ঘটনাটি ঘটে চলতি বছরের ১১ এপ্রিল যুক্তরাজ্যের বোরনেমাউথ এলাকার রেডহিল পার্কের সামনে।

 
ইস্টার সানডের ছুটিতে ওই পার্কে মেয়েকে নিয়ে গিয়েছিলেন বেকি শার্প। সেই সময় পার্কের সামনে দিয়ে দ্রুত গতির একটি এসইউভি ছুটে যাচ্ছিল। তখনই নিজের সন্তানকে বাঁচাতে মুহূর্তের মধ্যে আত্মঘাতী এমন সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়েন গাড়ির সামনে। গাড়ির চালক ব্রেক না করে সজোরে ধাক্কা দেয় শার্পকে এবং পালিয়ে যান। খবর ডেইলি মেইল।

আরও দুই সন্তানের মা এই বেকি শার্পের চিকিৎসা চলাকালে তার পাশে প্রবল ভালোবাসা আর আত্মবিশ্বাস নিয়ে সেবা করে যান তার স্বামী ড্যান। সম্প্রতি তার স্বামী জানান, শঙ্কা কেটে গেছে। বেকি শার্প এখন ধীরে ধীরে কথা বলতে শুরু করেছেন। তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে ওই নারী তার শিশুসন্তানবাহী পুশচেয়ারটি ধাক্কা দিয়ে ফুটপাতে সরিয়ে দেন। এ সময়ে গাড়িটি তাকে সজোরে ধাক্কা দেয় এবং ১০ ফুটের বেশি উপরে ছিটকে পড়েন সেই নারী।

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি