Home জাতীয় আওয়ামিলীগ ছায়ার মতো রয়েছে, জনগণের জানমাল রক্ষায় : মায়া

আওয়ামিলীগ ছায়ার মতো রয়েছে, জনগণের জানমাল রক্ষায় : মায়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি যেন কোনো নাশকতা করতে না পারে, সে জন্য পাড়ায় পাড়ায় সতর্ক অবস্থানে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা জনগণের জানমাল রক্ষায় ঢাকা শহরে ছায়ার মতো রয়েছে।

 

বিএনপির ঢাকা বিভাগের গণসমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সতর্ক অবস্থানে থাকা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

 

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, জনগণের জানমাল রক্ষা আমাদের পবিত্র দায়িত্ব। সেটা রক্ষা করার জন্যই বিএনপি যেন কোনো নাশকতা করতে না পারে, আগুন-সন্ত্রাস করতে না পারে, মানুষের জানমালে যেন আঘাত করতে না পারে, তার জন্য প্রধানমন্ত্রী আজ সকাল থেকে পাড়া-মহল্লায় জানমাল রক্ষার্থে কাজ করতে বলেছেন। সে আলোকেই আজ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সংগঠনের নেতাকর্মীরা ঢাকা শহরে ছায়ার মতো রয়েছে।

এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি

 

এনটিভি

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি