Home আন্তর্জাতিক অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে মালদ্বীপ।

অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে মালদ্বীপ।

গতকাল মালদ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মালদ্বীপ সরকার।

 

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য জানাতে ফোন করে এই সমবেদনা জানান।

মালেতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ।

 

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে মালদ্বীপের মন্ত্রী শহীদ বলেন যে, এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে এবং বিষয়টির তদন্ত চলছে৷মোমেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে হতাহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে অনুরোধ করেন।

 

পৃথক বার্তায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১১ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু ও বেশ কয়েকটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করা মালেতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের এই খবরে তিনি গভীরভাবে দুঃখিত।

উল্লেখ গত ১০ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেনরোজের নীচে গ্যারেজে।

আরও পড়ুনঃ মালদ্বীপে অগুনে নিহত ২ বাংলাদেশি সহ ৯ জনের পরিচয় পাওয়া গেছে

এ ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে চার নারী ও পাঁচ পুরুষের লাশ শনাক্ত করা হয়েছে। তারা হলেন তিনজন ভারতীয় নারী ও একজন বাংলাদেশি নারী, চারজন ভারতীয় পুরুষ ও একজন বাংলাদেশি পুরুষ। একটি লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি,আরেক জন বাংলাদেশি পুরুষ চিকিৎসাধীন আছে মালদ্বীপের হাসপাতালে।

আরও পড়ুনঃ মালদ্বীপে অগ্নিকাণ্ডে ১০ জন মারা গেছে

নিহতরা হলেন-টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের জরিফ আলীর মেয়ে আসিয়া বেগম এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গোলামর ছেলে উজ্জ্বল।

 

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুরুতর আহত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের রোকন মোল্লা ও রহিমার ছেলে তৈয়ব মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

দেশ-বিদেশের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ফেইসবুক পেইযে যুক্ত হতে এখানে কিল্ক করুন

 

এএনবি২৪ ডট নেট’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

সর্বশেষ খবর

এনবি ২৪ একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত – এনবি ২৪

কোডিং এবং ডেভেলপমেন্ট – গ্রোউজ আইটি