
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে বেলাল হোসেন (২৭) ও চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের পূর্বপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মাসুদ রানা প্রকাশ মাসুম (২১)। এ ঘটনায় থানায় একটি মামলা (মামলা নং-৩৪/২০২৩) দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ কাইয়ুম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভাধিন নাটাপাড়া কবরস্থানের পূর্বপাশের রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজাসহ বেলাল ও মাসুদ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
এএনবি২৪ ডট নেট /