সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা রেলওয়ে সেতু পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেনের ধাক্কায় সোহেল রানা নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে সেতু পার হওয়ার সময় পঞ্চগর হতে ঢাকাগামী পঞ্চগর আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা(৩০) উপজেলার পূর্ব সোনাপাতিল সাকিদার পাড়া গ্রামের ফজুর রহমানের ছেলে।তিনি পেশায় এক রাজমিস্ত্রি।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা যায়,মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সোহেল রানা রেলওয়ে সেতু পার হচ্ছিলেন। এসময় পঞ্চগর হতে ঢাকাগামী পঞ্চগর আন্তঃনগর ট্রেনের ধাক্কা লেগে রেলওয়ে সেতুর নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।এসময় আরোও দুইজন কানে হেডফোন লাগিয়ে সেতু পার সময় অল্পের জন্য এ দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পায়।তাদের দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও ইউএনও রোজিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়না তদন্তের জন্য রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।
এএনবি২৪ডটনেট/ফজলে রাব্বী,নলডাঙ্গা,নাটোর।