সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
সেনানী ব্লাড ডোনার্সের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ বলেছেন, অর্থ-সম্পদ দানের মাধ্যমে মানুষের জীবন পরিচালনায় সহায়তা হয়। একমাত্র রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো সম্ভব হয়। মানুষের জীবন রক্ষায় রক্তের কোনো বিকল্প নেই।
বেঁচে থাকার এ বিকল্পহীন একধরনের তরল যোজক কলা তৈরির মানব শরীর ব্যতীত দ্বিতীয় কোনো উৎসও নেই। ফলে অন্যের রক্তের ওপর নির্ভর করতে হয় কোটি কোটি মানুষকে। বিশ্বে প্রতি বছর ১০ কোটি ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। কিন্তু প্রয়োজন অনেক বেশি।
বাংলাদেশে প্রতি বছর ১৩ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এর মধ্যে রক্ত না পেয়ে মারা যান প্রায় ৫৫ হাজার মানুষ। আশার কথা, রক্তদানের ক্ষেত্রে বর্তমানে দেশব্যাপি স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেনানী ব্লাড ডোনার্স কর্তৃক বিগত বছরে ৬ হাজার ব্যাগ রক্ত দান ও সিলেট-সুনামগঞ্জে বন্যার্তদের লক্ষাধিক টাকার অনুদান প্রদানের ভূঁয়সী প্রশংসা করে বলেন, সেনানীদের সেবার কার্যক্রম দেশব্যাপি আরো ছড়িয়ে দিতে হবে। বাংলার কোন সন্তান যেন রক্তের অভাবে মৃত্যু বরণ না করে এ জন্য রক্তদাতা সৃষ্টি করতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। তিনি বলেন, মানুষের জীবন বাঁচানোর মত তৃপ্তি আর কিছুতে নেই। এ তৃপ্তি রক্তদাতারা অধিক লাভ করেন। ইসলাম ধর্ম অনুযায়ী কারো জীবন বাঁচানো সম্পূর্ণ জাহান বাঁচানোর মত। তিনি বলেন, দেশে মানবাধিকার ভুলন্ঠিত হচ্ছে প্রতিনিয়ত। মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষায় দেশবাসী ঐক্যবদ্ধ হতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবদলের অংশগ্রহণে নির্বাচন দিতেই হবে।
স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা গতকাল (১০ ডিসেম্বর) শনিবার সকাল ১০ টা চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয়। সেনানীর সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম ফারুকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ উপর্যুক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন, আনজুমানে খোদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন আলকাদেরী।
সংবর্ধেয় অতিথি ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দীন বখতেয়ার, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। সেনানীর সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদুল ইসলাম মুন্না এবং সাংগঠনিক সম্পাদক এইচ এম আবছারুণ নাঈম এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সাইফুদ্দিন আহমদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার সচিব মাষ্টার আবুল হোসেন, সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ ফরিদুল ইসলাম, ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাদ হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলায় সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদুল ইসলাম, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর উদ্দিন, ধর্মীয় আলোচক মাওলানা মিসবাহুর রহমান রফিকী আলকাদেরী, মানবতার ফাউন্ডেশন হাটহাজারির সভাপতি নাছির উদ্দীন রুবেল, সমাজসেবক জসিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য-সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠানে মহামারী করোনা ভাইরাসের সময় দাফন-কাফন, অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবা, সীতাকুণ্ডে বি.এম.ডিপুতে, অগ্নিদগ্ধ মানুষের পাশে দাঁড়ানো, সিলেট-সুনামগঞ্জ সহ বিভিন্ন মানবিক কাজে বিশেষ অবদান রাখায় গাউসিয়া কমিটি বাংলাদেশকে সম্মাননা স্মারক প্রদান এবং সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের বিশেষ অবদান রাখায় জোন শাখা ও সম্পাদকবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।