সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে সাগর (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর নলডাঙ্গা উপজেলার দুলভপুর গ্রামের গৌতম প্রামাণিকের ছেলে।
বুধবার বিকাল ৩ টার দিকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন,পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হয়। উপজেলার বীরকুটশা রেলওয়ে স্টেশনের ১ কিলোমিটার উত্তরে বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে নিহত কিশোরটি একজন মানসিক প্রতিবন্ধী।
মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাষ্টার মোঃ উজ্জল আলী বলেন,বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। ফজলে রাব্বী,নলডাঙ্গা,নাটোর।
এএনবি২৪ ডট নেট ফেসবুক পেইজ যুক্ত হতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ