সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
মালদ্বীপে রেমিট্যান্স যোদ্ধা জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আমানপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে বাংলাদেশি নাগরিক লিটন (৩৫)। তিনি গত বছর ২৮শে ডিসেম্বর থেকে নিখোঁজ হয়েছিল ।এদিকে নিখোঁজের ঘটনায় মালদ্বীপের এক নাগরিককে ৬০ দিনের রিমান্ডে নিয়েছিলো পুলিশ।রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে।
( শুক্রবার ৩ মার্চ) মালদ্বীপে ফৌজদারী আদালতে স্থানীয় মালদ্বীভিয়ান নাগরিক নিজামের বিরুদ্ধে টাকার জন্য লিটনকে হত্যার অভিযোগে অভিযোগপত্র দাখিল করেছে।
স্থানীয় গণমাধ্যম প্রসিকিউটর জেনারেলের অফিস এর বরাত দিয়ে জানিয়েছে যে নিজামের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক হত্যাসহ তিনটি অভিযোগ বৃহস্পতিবার ফৌজদারি আদালতে দায়ের করা হয়েছে।
নিহত লিটন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আমানপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি গত বছরের ডিসেম্বরে কর্মস্থল থেকে নিখোঁজ হন। এরপর তার আরও খোঁজ পাওয়া যায়নি।
অভিযোগপত্রের তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২৮ ডিসেম্বর রাত আনুমানিক সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এ হত্যার ঘটনা ঘটানো হয়। নৌকায় রাখা লিটনের ৫১ হাজারেরও বেশি মালদ্বীভিয়ান রুপি আত্মসাৎ করে নিজাম।
লিটনের পরিবার ও প্রবাসী খালাতো ভাই জিল্লুর রহমানের সূত্রে জানা যায়, বাংলাদেশি লিটন জ্বালানি তেল সরবরাহের বোটে (নৌকা) কাজ করতেন। সমুদ্রপথে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে তেল সরবরাহ করতেন। মালদ্বীপের নাগরিক মোহাম্মদ নিজাম (৪৫) তার সহকর্মী এবং ওই জ্বালানি তেলের নৌকায় কাজ করতেন।
স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, গত বছরের ২৮ ডিসেম্বর লিটন নিখোঁজ হন। ওই দিন থেকে নিজামও নিরুদ্দেশ হন। ৩১ ডিসেম্বর দুজনের খোঁজে স্থানীয় পুলিশ টুইট করে। সর্বশেষ ৫ জানুয়ারি মালদ্বীপের রাজধানী মালের একটি গেস্ট হাউজে নিজামকে পাওয়া যায়। কিন্তু, বাংলাদেশি লিটনের খোঁজ মেলেনি।
মালদ্বীপ পুলিশ বলছে, নিজামকে যেদিন পাওয়া যায় সেদিনই তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরিপ্রেক্ষিতে লিটনের নিখোঁজ মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
প্রসিকিউটরের অফিস বলেছে, নিজামের ভাড়া করা একটি রুম থেকে পুলিশ ৩ দশমিক ২৫ গ্রাম ডিমরফিন উদ্ধার করার পর তার বিরুদ্ধে মাদক পাচারেরও অভিযোগ আনা হয়েছে।
পুলিশ আরও বলেছে, এর আগে ২০০৮ সালে থিনাধু থেকে মাদক ও চুরির অপরাধে নিজামকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছরই মাদক সংক্রান্ত মামলায় তাকে ৩ বার গ্রেপ্তার করা হয়।
এরপর, ২০১৪ সালে চুরি ও মাদকের জন্য দুবার গ্রেপ্তার হয়েছিলেন নিজাম। ২০১৫ সালে মাদক সেবন এবং গত ৩ বছরে চুরির একাধিক মামলায় গ্রেপ্তার হন নিজাম। পরে তিনি জামিনে মুক্তি পান।