Free YouTube Subscribers
anb24.net
সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে

খালি কনটেইনারে করে যাওয়া এক বাংলাদেশি কিশোর মালয়েশিয়ায় উদ্ধার হয়েছে।

0 46

Get real time updates directly on you device, subscribe now.

চট্টগ্রাম বন্দর থেকে খালি কনটেইনারে করে যাওয়া এক বাংলাদেশি কিশোর মালয়েশিয়ায় উদ্ধার হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দেশটির কেলাং বন্দরে কনটেইনারবাহী জাহাজ থেকে তাকে উদ্ধার করা হয়।

ওই কিশোর ‘এমভি ইন্টিগ্রা’ নামের একটি জাহাজের কনটেইনারে অসুস্থ অবস্থায় ছিল। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) রাতে বাংলাদেশের গণমাধ্যমের নজরে আসে ঘটনাটি। তবে কিশোরটির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

 

জানা যায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি ইন্টিগ্রা জাহাজটি ১২ জানুয়ারি ১৩৩৭ টিইইউ’স কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার কেলাং বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর ১৫ জানুয়ারি কেলাংয়ের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। দুদিন পর ১৭ জানুয়ারি কনটেইনারের ভেতর থেকে মানুষের চিৎকার শুনে জাহাজের ক্যাপ্টেন বিষয়টি কেলাং বন্দর কর্তৃপক্ষকে জানান। এরপর জাহাজটি দ্রুত জেটিতে ভেড়ানোর অনুমতি দেওয়া হয়। পরে খালি কনটেইনার থেকে উদ্ধার করা হয় ওই কিশোরকে।

জাহাজটির বাংলাদেশের প্রতিনিধি হলো কন্টিনেন্টাল ট্রেডার্স (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানটির
সহকারী ব্যবস্থাপক এস এম ফয়সাল জানান, বাংলাদেশি এক কিশোরকে পোর্ট কেলাংয়ে উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ১৫ বছর। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ বিষয়ে জানতে চাওয়া হলে চট্টগ্রাম বন্দরের পরিচালক এনামুল হক জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া একটি জাহাজ থেকে কিশোরকে উদ্ধারের বিষয়টি শুনেছি। নিয়ম অনুযায়ী স্থানীয় পোর্ট অথরিটি বিষয়টি আমাদের জানানোর কথা। কিন্তু এখনো অফিসিয়ালি জানানো হয়নি।

 

 

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.