সত্যের সন্ধানে আমরা বিশ্ব জুড়ে
মালদ্বীপের জাতীয় আবহাওয়া সংস্থা (এমইটি) আগামী চারদিন বিশেষ করে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে প্রবল বাতাস এবং প্রবল সমুদ্রের পূর্বাভাস দিয়েছে।
Active monsoon over Maldives area. pic.twitter.com/NoVdPacDfh
— Maldives Meteorology (@MetMaldives) October 12, 2022
মালদ্বীপের আবহাওয়া অফিস রাত ১২টা পর্যন্ত সারা দেশে সাদা সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন ঃঃ২৪ ঘন্টার মধ্যে মালদ্বীপে ডেঙ্গুজনিত দ্বিতীয় মৃত্যুর রেকর্ড
বাতাসের গতিবেগ হবে ১৯ থেকে ২৪ মাইল প্রতি ঘণ্টা এবং মেঘের মধ্যে ৪৫ মাইল ঘণ্টা পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
তাই , মালদ্বীপের সাগর পথের সমস্ত পক্ষকে, বিশেষ করে নাবিকদের আবহাওয়ার প্রতি গভীর মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃসেপ্টেম্বরে মালদ্বীপে ১০ লাখের এরও বেশি পর্যটক ভ্রমণ করছে।
এএনবি২৪ ডট নেট ফেইসবুক পেইজ যুক্ত হতে এখানে কিল্ক করার অনুরোধ রহিলো